এস.এম ইকবাল: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৪ টি ইউনিয়নে চাঁদপুর সেচ প্রকল্পের বরোপিট খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আজ সোমবার সকাল থেকে ২২৭ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে। উচ্ছেদের সময় জেলার অতিরিক্ত ম্যাজিট্রেট (ভূমী অধিগ্রহন কর্মকর্তা অমিত চক্রবর্তী , সহকারী কমিশনরা মোর্শেদৃল ইসলাম, ফরিদগঞ্জের নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, সহকারী কমিশনার শারমিন আক্তার।
চাঁদপুর জেলা প্রশাসন, পানি উনśয়ন বোর্ড, ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন, ভূমি অফিস এবং পুলিশ প্রশাসনের যৌথ ভাবে আজ এই অভিযান চলেছে ।
ফরিদগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নে যথাক্রমে বালিথুবা পূর্ব , বালিথুবা পশ্চিম, সুবিদপুর পশ্চিম এবং গুপ্টি পুর্ব ইউনিয়নে বরোপিট খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
সারা দেশে একযোগে সকল খাল নদী ও বরোপিট খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অংশ হিসেবে আজ ফরিদগঞ্জে পরিচালিত হচ্ছে আজ ২৩ ডিসেম্বর (সোমবার)। চাঁদপুরে সেচ প্রকল্পের অভ্যন্তরে বরোপিট খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে।
Leave a Reply