জানা যায়, ইকরাম চৌধুরী কিডনী ও ডায়াবেটিসজনিত রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ রয়েছেন। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী দ্রুত তার কিডনী সংযোজন প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্যে তাকে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে ভারত যাওয়া হতে পারে। রোগ মুক্তির জন্য তিনি সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন। উল্লখ্য, তিনি গত বছর হার্টের বস্নক অপারেশন করিয়ে মানুষের দোয়ায় বেশ কয়েক মাস সুস্থ স্বাভাবিক কার্যক্রম ও চলাফেরা করেছিলেন।
শুক্রবার ফরিদগঞ্জ ফাউন্ডেশনের আয়োজনে দোয়ায় অংশগ্রহণ করেন ফাউন্ডেশনের সভাপতি আবুল কালাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রজমান মিজি, আবু জাফর গাজী, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন পাটওয়ারী, অর্থ সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক আবুল খায়ের, আন্তর্জাতিক সম্পাদক মিজানুর রহমান, কার্যকরী সদস্য হাফেজ আহম্মেদ, দেলোয়ার হোসেন, আলী আহম্মেদ মিজিসহ বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও মুসলি্লগণ।
জানা যায়, ইকরাম চৌধুরী চাঁদপুরে একজন সিনিয়র সাংবাদিক এবং সাংবাদিক নেতা। প্রায় ৩ যুগ ধরে সাংবাদিকতার পাশাপাশি চাঁদপুর প্রেসক্লাবসহ সকল পর্যায়ের সাংবাদিকের কাছে শ্রদ্ধাশীল ব্যক্তি হিসেবে সবার সম্মান অর্জন করতে সক্ষম হন। তিনি দীর্ঘ বহু বছর যাবত প্রেসক্লাব ভবন উন্নয়নে ও সাংবাদিকদের মাঝে ঐক্য স্থাপন করতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন।
Leave a Reply