স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর দর্পনের সম্পাদক ও প্রকাশক এবং চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরীর আশুরোগ মুক্তি কামনায় চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ জোহর কালেক্টরেট জামে মসজিদে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ইকরাম চৌধুরী কিডনি রোগে আক্রান্ত হয়ে গত হয়েক দিন যাবত ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার রোগ মুক্তি চেয়ে মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম। এ সময় মিলাদ ও দোয়ায় অংশ নেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ, সাবেক সভাপতি কাজী শাহাদাত, সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সদস্য জি এম শাহিন ,যুগ্ম-সম্পাদক আল ইমরান শোভন, আব্দুল আউয়াল রুবেল, কোষাধ্যক্ষ রিয়াদ ফেরদৌস, সাংস্কৃতিক সম্পাদক এ কে আজাদ, কার্যকরি সদস্য মুনির চৌধুরী, সদস্য সেলিম রেজাসহ অসংখ্য মুসল্লিবৃন্দ।
Leave a Reply