ক্রীড়া প্রতিবেদকঃ চাঁদপুর শহরের মধ্য ইচলী এলাকাস্থ সানরাইজ ক্লাবের আয়োজনে টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ৩০ নভেম্বর শুক্রবার সকালে বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক ভূঁইয়া সড়কস্থ মধ্য ইচলী মাঠে সানরাইজ ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া।
তিনি বলেন, বর্তমান বিশ্বে ক্রিকেটের জয় জয়কার। আমাদের দেশের ক্রিকেটাররা বিশ্বে দাবড়িয়ে বেড়াচ্ছে। ক্রিকেট ও ফুটবলের সাথে সাথে দেশে নিজস্ব খেলা হা-ডু-ডু, দাড়িয়াবান্দা ও কাবাডির প্রতি সুনজর রাখতে হবে। যাতে আমাদের গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে না যায়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ মজিবুর রহমান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী শেখ মোঃ রফিক ও চাঁদপুর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম গাজী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগ নেতা রাতিবুল ইসলাম তুসার ভূঁইয়া। অনুষ্ঠান ও খেলা পরিচালনা করেন মোঃ রকিবুল হাসান সিমু। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে সুপার ইলেভেন ক্রীড়া চক্র বনাম সুপার ভয়েজ।
Leave a Reply