ষ্টাফ রিপোর্টারঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে রিটার্নিং অফিসারের কাছ থেকে ধানের শীষ প্রতীক গ্রহণ করেছেন জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। ১০ ডিসেম্বর সকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ মাজেদুর রহমান খান বিএনপি নেতৃবৃন্দের হাতে নির্বাচন কমিশন থেকে সরবরাহকৃত ধানের শীষ প্রতীকের টোকেন তুলে দেন।
প্রতীক গ্রহণ করেন আলহাজ্ব সফিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ মাস্টার, অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম, অ্যাডঃ হারুনুর রশিদ, অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, অ্যাডঃ শামছুল ইসলাম মন্টু, অ্যাডঃ মনিরা চৌধুরী, আলী আহম্মদ সরকারসহ অন্য নেতৃবৃন্দ।
প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েন দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকগণ। দুপুরের পর থেকে শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ধানের শীষের মাইকিং শুরু হয়।
Leave a Reply