এস,এম ইকবাল: চাঁদপুরের ফরিদগঞ্জে ২০ আগষ্ট বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৭০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. আনিসুর রহমান (৩২)কে আটক করা হয়েছে।
২০ আগষ্ট বৃহস্পতিবার রাতে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়গ্রেফতারকৃত আসামী হচ্ছেন মৃত আমির হোসেন সর্দারের ছেলে মো. আনিসুর রহমান(৩২)।
এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা এলাকার আড্ডা বাড়িতে অভিযান চালিয়ে৭০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. আনিসুর রহমানকে হাতেনাতে আটক করি। এবং আনিসুর রহমানের সহযোগী মৃত আবু বক্কর কালু সর্দারের ছেলে মো. কাদির(৩৫) পালিয়ে যায়।
তিনি আরো জানান, আমরা আনুমানিক ৩ লক্ষ টাকা সম-মূল্যের মাদক উদ্ধার করেছি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, মাদক ব্যবসায়ী আনিসুর রহমান ও তার সহযোগী কাদির কে পলাতক দেখিয়ে থানায় মাদক আইনে মাদক মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply