যত পাপতাপ, রেখেছ গোপন,
আমারে করতে সুঁচি,
শ্রষ্ঠ সৃষ্টি পথভ্রষ্ট আজ
বিকৃত তার রুচি।
প্রভু তুমি মোরে করনি ছোট,
করনি কোথাও হেয়ো,
পরীক্ষা নিয়ে ঘোষণা করেছ
ফেরেশতার চেয়েও শ্রেয়।
তোমার সৃষ্টি ছোট হয় পাছে,
মাথা হয় তার নীচু,
যত কলঙ্ক, যতো ভুলচুক তাই,
প্রকাশ করনি কিছু।
পাপীরেও তুমি অন্ন যোগাও,
যোগানও বায়ু, জল,
পাপ ভেদে তুমি করনি বন্টন
শস্য, ফুল ও ফল।
মানুষের প্রেমে নিমগ্ন তাই,
ত্রুটি-বিচ্যুতি রাখো ঢেকে,
আমরা মানুষ প্রকাশ করি তা
মানুষেরে ডেকে ডেকে।
নিজের কর্ম ভুলে গিয়ে মানুষ,
পরনিন্দায় থাকে রত,
হয়তো নিজেই ভুলেই গেছে,
নিজের পাপ যে কত?
শ্রষ্ঠ জীবের কান্ড দেখে
মুখটি যে তাঁর ভারি,
কেমন করে মানুষ হলো
মানুষের গিবত কারী।।।
Leave a Reply