শামসুজ্জামান ডলারঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ প্রতিযোগীতায় চাঁদপুর জেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন মতলব উত্তর উপজেলার ১০৪নং ছোট চরকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিক্ষানুরাগী গাজী শাখাওয়াত হোসেন।
সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ (এসএমসি) ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন তিনি। ২২ ডিসেম্বর রোববার শ্রেষ্ঠ নির্বাচন যাচাই কমিটির সদস্য সচিবের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ তথ্য জানা যায়।
উল্লেখ্য, গাজী সাখাওয়াত হোসেন ১০৪নং ছোট চরকালিয়া সপ্রাবি বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকেই বিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি দ্বিতীয়বারের মতো সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।
তারা পিতা মরহুম আলী আকবর গাজী মতলব উত্তরের সর্ববৃহৎ ফরাজীকান্দি ইউপির চেয়ারম্যান ছিলেন। একই ইউনিয়নের ৩ বারের চেয়ারম্যান ছিলেন তার বড় ভাই গাজী তোফায়েল হোসেন।
গাজী শাখাওয়াত হোসেন জানান, জেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করায় মহান আল্লাহ রাব্বুল আল-আমীনের দরবারে শুকরিয়া আদায় করছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জেলা প্রাথমিক শিক্ষা কমিটিকে যারা আমাকে জেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করেছেন। আমি সকলের কাছে দোয়া চাই প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ও প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করতে পারি।
এছাড়াও তিনি চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. নুরুল আমিন রুহুল এর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply