মহিউদ্দিন আহমদঃ মঙ্গলবার সকাল দশটায় গজারিয়া সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন বাংলাদেশ আ‘লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি।
কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মো: শহীদুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) নূসরাত জাহান, ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আাহম্মেদ খান জিন্নাহ।
স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিযোগিতা উদযাপন কমিটির আহবায়ক মো: আজিজুল হক,বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মো: নজরুল ইসলাম।
প্রধান অতিথি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণের আগে তাঁর বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীদের সুশিক্ষায় নিজেদের জীবন বিকশিত করে দেশ প্রেমের অর্নিবান শিখা বুকে প্রজ্জলন করে বিশ^ নাগরিক হিসেবে নিজেদের তৈরী হবার আহবান জানান। তিনি কলেজটিকে একটি মোহনীয় ও আর্দশ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক বাণী হালদার ও মানিক গোলদার।
Leave a Reply