-
- ফরিদগঞ্জ
- ফরিদগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্ব, লাশ দাফনে বাঁধা, ওসির হস্তক্ষেপে লাশ দাফন
- Update Time : সেপ্টেম্বর, ১৫, ২০২০, ৫:৪৮ অপরাহ্ণ
- 127 View
মো. নাছির উদ্দীন : সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন বিরাট কোহলি। ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ৭১টি শতক হাঁকিয়ে জানান দিচ্ছেন, শচিন টেন্ডুলকারের গড়া রেকর্ড কেবল তিনিই ভাঙতে পারেন। উইলোর সুনিপুণ কারুকাজ কিংবা কবজির জোরে প্রতিপক্ষ দলের বোলারদের প্রতিনিয়তই পরীক্ষা নিয়ে থাকেন। তাই তার বিরুদ্ধে বল করার আগে আলাদা কিছু টেকনিক ব্যবহার করেন সব বোলারই।
অথচ ওয়েস্ট ইন্ডিজের পেসার কেসরিক উইলিয়ামস বলছেন, ভারতীয় অধিনায়ককে বল করা নাকি তার কাছে খুবই সহজ। তাকে সাজঘরে ফেরাতে মাত্র একটি ডেলিভারি দরকার। তাই আগাম হুমকি দিয়ে রাখলেন পরবর্তীতে মুখোমুখি হলে এই ব্যাটসম্যানকে আউট করবেন। উইলিয়ামস বলেন, ‘কোহলিকে বল করা আমার কাছে খুবই সহজ। কোহলি অসাধারণ ব্যাটসম্যান ও দারুণ প্রতিভাবান। তবে ওসব নিয়ে আমি আলাদাভাবে চিন্তা করি না কখনো।’
উইলিয়ামসের বল পেলেই বেশি বেশি বাউন্ডারি, ওভার বাউন্ডারি মারতে মুখিয়ে থাকেন কোহলি। মূলত এই সুযোগটাই কাজে লাগাতে চান ক্যারিবিয়ান পেসার, ‘ওর বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছি। আমাকে সামনে পেলেই ও পাগল হয়ে যায়। চার-ছয় মারতে অস্থির হয়ে উঠে। তবে আমি জানি এটা ক্রিকেট। এখানে যেকোনো কিছুই সম্ভব। ওকে আউট করতে একটি বলের বেশি লাগবে না। সেটা আমি পারবো।’
Leave a Reply