মো. নাছির উদ্দীন : স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। গতকাল তার এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে, সেখানকার পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতেয়েনের নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মো. ইব্রাহিম সাবরি।
কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় স্থানীয় একটি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে মাহাথির বলেন, এটি আমার জন্য কঠিন কিছু না। করোনাভাইরাসের সঙ্কট সমাধানে এটি খুবই গুরুত্বপুর্ণ। এখানে আমাকে অবশ্যই ১৪ দিন থাকতে হবে। আমি এখন বাড়িতে একা অবস্থান করছি। বাইরে বের হতে পারছি না। কারো সঙ্গে সাক্ষাৎ করতে পারছি না।
তার মুখপাত্র জানান, মালয়েশিয়া সংসদের এমপি কেলভিন ই লি উয়েনের সঙ্গে ছবি তুলেছিলেন মাহাথির। পরে এমপি কেলভিনের দেহে কোভিড-১৯ করোনাভাইরাস শনাক্ত হলে তাকে সারওয়াক জেনারেল হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়। করোনাভাইরাসে আক্রান্ত আরেক এমপি অ্যান্ড্রু লিং বিউর সংস্পর্শে এসেছিলেন বর্ষীয়ান এই নেতা। তাই নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিজ থেকে কোয়ারেন্টাইনে আছেন মাহাথির মোহাম্মদ।
এদিকে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় মালয়েশিয়ায় আগামী রোববার সেনাবাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মো. ইব্রাহিম সাবরি। এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ। তাদের সহযোগিতার জন্য রোববার থেকে সেনাবাহিনী মাঠে নামবে।
বিজ্ঞপ্তিতে তিনি আরো বলেন, সেনাবাহিনী মোতায়েন একটি গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক সিদ্ধান্ত। মানুষের চলাচল ও গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশের সঙ্গে সেনাবাহিনী একযোগে কাজ করে যাবে।
মালয়েশিয়ায় এখন পর্যন্ত প্রাণঘাতী কোভিড-১৯ করোনাভাইরাসে ১০ হাজার ৩০ জন মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ জনের।
Leave a Reply