এস.এম ইকবালঃ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুক্তিযুদ্ধকালীন ৮নং সেক্টরের কমান্ডার লে: কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে মঙ্গলবার সকালে। ফলে তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে আবু ওসমান চৌধুরীর মৃত্যুনিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার ফেসবুকে কেউ কেউ কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরীর মৃত্যুর গুজব ছড়ান এরপর কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরীর ছোট মেয়ের জামাই খোরশেদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার শশুর বেশ কিছু দিন ধরে গুলশানস্থ বড় মেয়ে নাছিমা ওসমান চৌধুরীর বাসায় আইসিউতে রয়েছেন।
তিনি আরো বলেন, আমার শশুর দীর্ঘদিন বার্ধক্য জনিত রোগে আক্রান্ত রয়েছেন। বর্তমান উনার অবস্থা আগে তুলনায় ভালো আছেন কিন্তু তাকে নিয়ে ফেসবুকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। তাকে নিয়ে আগ বাড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরণের তথ্য প্রচার করা থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ জানান তার পরিবার।
Leave a Reply