স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে ও করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা, ভাইরাসের লক্ষণ দেখা দিলে অতিদ্রæত চিকিৎসকের
পরামর্শের পাশাপাশি ভাইরাস বিস্তার রোধ ও প্রতিকারের উপায় সম্পর্কে সর্বসাধারণকে সচেতন করার লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের নির্দেশে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল’র ব্যবস্থাপনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিশে^ মহামারি করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে বুধবার (২৬ মার্চ) সকালে ইউনিয়নের বিভিন্ন স্থানে মাইকিং ও সকল
পেশাজীবি মানুষের মাঝে লিফলেট ও স্যানিটেইজার সামগ্রী বিতরণ করা হয়।
সচেতনাতামূলক মাইকিং ও লিফলেট বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মোহনপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান নুরুল হক বলেন, করোনাভাইরাস প্রতিরোধে
জনসচেতনতা বৃদ্ধিতেও সর্বাধিক গুরুত্ব দিতে হবে। হাঁচি-কাশিতে আক্রান্ত রোগী কোথা থেকে এসেছেন, বিদেশে গিয়েছিলেন কিনা তা অবশ্যই জানতে হবে। এছাড়াও সবাইকে বাসায় ফিরে সঙ্গে সঙ্গেই সাবান দিয়ে হাত ও মুখ ভালো করে ধুয়ে ফেলতে হবে।
এ সময় উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. অঞ্জন কুমার মজুমদার, ইউপি সচিব মো. জসিম মজুমদার, ইউপি সদস্য মোহম্মদ হোসেন, মো. গোলাম হোসেন, আনসার ভিডিপি কমান্ডার আবু তাহের, গ্রাম পুলিশ’সহ
গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply