মফিজুল ইসলাম বাবুলঃ ঢাকায় বসবাসরত চাঁদপুরের কচুযা উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের রাজাপুরে গ্রামের নিলাম বাড়ির মৃত সাহেব আলীর ছেলে মানিক মিয়া (৪৫) করোনা সংক্রমনে ঢাকা মেডিকেল হাসপাতালে মৃত্যূ বরন করেছে বলে খবর পাওয়া গেছে।
জানাযায় আজ মঙ্গলবার (২১এপ্রিল) তার লাশ মেডিকেল থেকে ছাড়পত্র পাবার কথা এবং গ্রামের বাড়িতে এনে তাকে দাপন করার কথা উঠলেও এলাকাবাসীর কঠোর প্রতিবাদে এ রিপোর্ট লেখা পর্যস্ত ঢাকাতেই তার মৃতুদেহ রয়েছে বলে জানাগেছে। তাকে ঢাকাতেই দাপন করার জন্য দাবী এলাকাবাসীর। মৃত মানিক পরিবার-পরিজন নিয়ে ঢাকাতেই বসবাস করতো। বিষয়টি নিশ্চিত করেছেন সাকুয়া-রাজাপুর ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মানিক হোসেন।
Leave a Reply