মো. নাছির উদ্দীন : প্রাণঘাতী কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আইসোলেশনে থাকার সময়ের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে অনলাইনে অংশ নেন ক্রিকেটার সাকিব আল হাসান, সঙ্গীত শিল্পী সুমি, চলচিত্র পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকী এবং তার স্ত্রী নুসরাত ইমরুজ তিশা। সাহস দিয়েছেন তারা। এই যুদ্ধ জয়ে দিয়েছেন নানা দিক নির্দেশনা।
মাউন্ট এভারেজ থেকে কিলিমাঞ্জারো। আফ্রিকা থেকে ইউরোপ। বিশ্বের সব চূড়াই এখন পদতলে লাল সবুজের পর্বত কন্যা ওয়াসফিয়া নাজরীনের। এতো এতো চূড়া জয় করা ওয়াসফিয়া এখন আক্রান্ত করোনাভাইরাসে। লাল সবুজের পতাকাকে পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়া ওয়াসফিয়া নিশ্চয়ই কোভিড-১৯ করোনাভাইরাসের কাছে হার মানার নয়। বর্তমানে অবস্থান করেছেন যুক্তরাষ্ট্রে। লড়ছেন প্রাণঘাতী কোভিড-১৯ করোনাভাইরাসের বিরুদ্ধে। অবশ্য অনেকটাই সুস্থতার পথে এই পর্বত কন্যা।
Leave a Reply