মো. নাছির উদ্দীন : বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন ওয়াসফিয়া নাজরীন। করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে এবার জানা গেল, প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনিও। শনিবার সকাল ১১টায় পোস্ট করা এক ফেসবুক স্টাটাসে ওয়াসফিয়া নিজেই এমনটা জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘হ্যাঁ, আমি কোভিড-১৯ এর সঙ্গে লড়াই করছি। তবে আশাকরি সব ঠিক হয়ে যাবে। আমার যুদ্ধটা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য এই পোস্ট করলাম।…আমার মাতৃভূমি বাংলাদেশ নিয়ে আমি খুবই উদ্বিগ্ন। দয়া করে আপনারা শান্ত থাকুন। এখন দরকার সচেতনতা ও সর্বোচ্চ প্রস্তুতি।’
উল্লেখ্য, ওয়াসফিয়া নাজরীন দ্বিতীয় বাংলাদেশি নারী ও সর্বকনিষ্ঠ বাংলাদেশি হিসেবে ২০১২ সালের ২৬ মে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। এছাড়াও তিনি জয় করেছেন সাতটি মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ (সেভেন সামিট)। ২০১৪ সালে ন্যাশনাল জিওগ্রাফির বর্ষসেরা অভিযাত্রীর খেতাব পেয়েছেন ওয়াসফিয়া।
Leave a Reply