মো. নাছির উদ্দীন : কোভিড-১৯ শনাক্তের ৫৪তম দিনে এসে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৬৪ জন। ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এসময়ে সুস্থ হয়েছেন আরও ১০ জন।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান।
তিনি বলেন: নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ৫৬৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬৬৭। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬৮ জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরও ১০। ফলে মোট সুস্থ হয়েছেন ১৬০ জন।
ডা. নাসিমা বলেন, নতুন করে যে ৫ জন মারা গেছেন তারা তিনজন পুরুষ এবং দু’জন মহিলা। বয়সের দিক থেকে দু’জন ষাটোর্ধ্ব, তিনজন চল্লিশ ও পঞ্চাশোর্ধ্ব।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে করোনার বিস্তার রোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়। এসময় হাল্কা গরম পানি এবং মধুসহ হাল্কা গরম পানি পান করার পরামর্শ দেওয়া হয়।
Leave a Reply