মো. নাছির উদ্দীন : গত ২৪ ঘণ্টায় সারাদেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আরো ১ হাজার ৯০৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এর ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৬০ হাজার ৬১৯ জন। এ সময় প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ৩৬ জন মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে ২৮ জন পুরুষ ও ৮ জন নারী। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ৩০ জন, খুলনায় ৩ জন এবং চট্রগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগে একজন করে তিন জন রয়েছেন।ফলে এখন পর্যন্ত সারাদেশে ৬ হাজার ৫৮০ জনের মৃত্যু হলো।
Leave a Reply