-
- হাইমচর
- হাইমচরে মুজিববর্ষ উপলক্ষ্যে বছরব্যাপী বিশেষ মৎস্যসেবা
- Update Time : জুলাই, ২৪, ২০২০, ৩:২৮ অপরাহ্ণ
- 148 View
মো. নাছির উদ্দীন : দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৩৫ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ২ হাজার ৮৩৬ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৪৮ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জন। আজ সুস্থ হয়েছে ১ হাজার ৭৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২০ হাজার ৯৭৬ জন।
আজ দুপুর আড়াইটার দিকে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ২৭টি। এদের মধ্যে রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৪৮ জন।
এদিকে ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ দুপুর পর্যন্ত সারা পৃথিবীতে করোনাভাইরাসের আক্রান্ত বেড়ে ১ কোটি ৫৬ লাখ ৬৬ হাজার ৮৪০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৬ লাখ ৩৬ হাজার ৭৮৯ জন ইতিমধ্যে মারা গেছেন।
Leave a Reply