-
- মতলব উত্তর, সারাদেশ
- আবারো স্বর্নপদক পেলেন মতলবের কৃতি সন্তান প্রফেসর মোহাম্মদ জাকির হোসেন জামাল
- Update Time : এপ্রিল, ১৫, ২০২০, ১:৫১ অপরাহ্ণ
- 338 View
মো. নাছির উদ্দীন : সিলেটে প্রথম প্রাণঘাতী কোভিড-১৯ করোনা আক্রান্ত এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. মঈন উদ্দিন মারা গেছেন।
আজ সকাল পৌনে আটটার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ’র দায়িত্বপ্রাপ্ত ডা. মইনুল ইসলাম ডালিম এ তথ্য নিশ্চিত করেছেন। ডা. মঈনের বাড়ি সিলেটের হাউজিং এস্টেট এলাকায়। মূল বাড়ি সুনামগঞ্জের ছাতকে। তার মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে।
গত ৫ এপ্রিল ডা. মঈন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নগরীর হাউজিং এস্টেটের নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। গত ৭ এপ্রিল তার শ্বাসকষ্ট শুরু হলে প্রথমে তাকে সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। ৮ এপ্রিল সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে কুর্মিটোলা হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল ডা. মঈনের অবস্থার একটু উন্নতি হয়েছিল। আজ সকালে তিনি মারা যান। করোনায় আক্রান্ত হয়ে দেশে এই প্রথম কোনো চিকিৎসকের মৃত্যু হলো।
Leave a Reply