শামসুজ্জামান ডলারঃ ১৪ ইউনিয়ন ১ পৌরসভা ও চরাঞ্চল সমৃদ্ধ মতলব উত্তর উপজেলাবাসীকে করোনাভাইরাস নিয়ে আতংকিত না হয়ে সতর্ক থাকার আহবান জানালেন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন।
তিনি মতলবের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষদের উদ্দেশ্যে বলেন, সম্প্রতি যারা বিদেশ থেকে এলাকায় এসেছেন বা দেশেই ছিলেন কিন্তু তার মধ্যে সর্দি, অত্যাধিক হাঁচি- কাশি, জ্বর, শ্বাসকষ্ট, গলাব্যথা, মাথাব্যাথা এজাতীয় সমস্যা দেখাদিলে দ্রুত উপজেলা হাসপাতালে যোগাযোগ করার আহবান জানিয়েছেন।
মতলব উত্তর উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম, কাজী, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দসহ সকল শ্রেনী-পেশার মানুষদের নিজ নিজ এলাকায় এ বিষয়ে নজর রাখা প্রয়োজন বলে তিনি মনে করেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির লক্ষণ প্রকাশ পেতে ১৪ দিন পর্যন্ত সময় লাগতে পারে। এটাকে ইনকিউবেশন পিরিয়ড বলা হয়ে থাকে। অর্থাৎ রোগীর লক্ষণ প্রকাশের আগে এই ভাইরাস ব্যক্তির শরীরে এ সময় পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে।
করোনা ভাইরাস প্রতিরোধে করনীয়ঃ-
ক) হাঁচি বা কাশির পরে হাত ধুয়ে নিন।
খ) কাশি বা হাঁচির আগে মুখ ঢেকে নিন।
গ) আপনার যদি মনে হয় যে আপনি সংক্রামিত, তাহলে কোনো ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা এড়িয়ে চলুন।
ঘ) রান্না না করা গোশত ও ডিম খাওয়া এড়ান।
ঙ) নিজেকে সারাক্ষণ হাইড্রেট রাখুন।
চ) লক্ষণগুলো দেখা দেয়া মাত্রই ওষুধ খান এবং পরিস্থিতি গুরুতর হয়ে উঠতে দেবেন না।
ছ) ধোঁয়াটে এলাকা বা ধূমপান করা এড়িয়ে চলুন।
জ) যথাযথ বিশ্রাম নিন।
ঝ) ভিড় থেকে দূরে থাকুন।
Leave a Reply