-
- Uncategorized
- Writing an Essay – Tips for Writing a Successful Essay
- Update Time : এপ্রিল, ৮, ২০২০, ৪:১৭ অপরাহ্ণ
- 155 View
মো. নাছির উদ্দীন : প্রাণঘাতী কোভিড-১৯ করোনাভাইরাসের জটিল এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখাই সবচেয়ে বড় ভরসা। আর এই সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যই সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে আহবান জানানো হয়েছে। সেই সচেতনতা মূলক উদ্যেগের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা তারকা ক্রিকেটার সাব্বির রহমান।
ভিডিও বার্তায় সাব্বির বলেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যদিও এখন ভালো থাকার সময় নয়। তরপরও একটা অনুরোধ নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা প্লিজ বাসায় থাকুন, দয়া করে বাসা থেকে বের হবেন না। সরকারের নির্দেশনা মেনে চলুন। প্লিজ লকডাউন মেনে চলুন। কারণ আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে। সেই সঙ্গে গোটা দেশ সুস্থ থাকবে। আশা করি ইনশাল্লাহ বাসায় থাকার চেষ্টা করবেন। যার যার ধর্ম পালন করার চেষ্টা করবেন। সবাই সুস্থ থাকবেন, সচেতন থাকবেন এবং সবাই দোয়া করবেন, যেন সবাই ভালো থাকে। এবং ভালো দিন আসবে ইনশাল্লাহ।’
Leave a Reply