মফিজুল ইসলাম বাবুলঃ এক সময়ের কচুয়া বাজারের প্রবিন ব্যবসায়ী আবুল হোসেন (৬৫) আর নেই। ইন্নালিল্লাহি””””””রাজিউন। রবিবার (৩১মে) সকালে কচুয়া বাজার সংলগ্ন সুবিদপুর গ্রামের মিজি বাড়িতে তার নিজ পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন সম্পূর্ণ করা হয়। আবুল হোসেন শনিবার (৩০মে) সন্ধায় হঠাৎ বুক ব্যথা হলে তাকে মুহুর্তের মধ্যে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর পরই তিনি মারা যান। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আব্দুস সালাম জানান, মৃত আবুল হোসেনের নমুনা সংগ্রহ করা হয়েছে, তার করোনা সংক্রমন ছিলো কিনা রিপোর্ট আসলে বলা যাবে। তবে গ্রামবাসী দাবী করেছে আবুল হোসেন করোনা উপসর্গ নিয়ে মারা যায়নি। তিনি পূর্ব থেকেই কঠিন রোগে অসুস্থ্য হয়ে মানসিক সমস্যায় ভোগছিলেন।
এদিকে কচুয়া উপজেলার আইন শৃংখলা বাহীনির নির্দেশ ক্রমে উপজেলা ইসলামী ফাউন্ডেশনের করোনা মৃতদের দাফন কার্য পরিচালনা টিম স্বাস্থ্য বিধি মোতাবেক গ্রামবাসীদের সহযোগিতায় আবুল হোসেনের দাফন সম্পূর্ণ করে। এ নিয়ে এলাকায় কোভিট-১৯ আলোচনা ও সমলোচনার ঝড় বইছে।
Leave a Reply