মফিজুল ইসলাম বাবুলঃ রবিবার (১৭ জানুয়ারি) ছিল কচুয়া পৌরসভা নির্বাচনের মনোনয়নের পত্র দাখিলের শেষ দিন। উপজেলা নির্বাচন অফিসার আবু বকর সিদ্দিক জানান, মেয়র পদে ৩জন, সংরক্ষিত মহিলা আসনে ১০জন ও সাধারন কাউন্সিলর পদে ৪৫জন মনোনয়ন পত্র দাখিল করেছে। মেয়র পদে দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন ও ধানের শীষ প্রতীক নিয়ে উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আহসান হাবিব প্রাঞ্জল মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১নং আসনে জোহরা খাতুন, ফেরদৌসী ও খুশিদা বেগম, ২নং আসনে গাজী শাহীন, বিলকিছ আক্তার (১), রোকেয়া বেগম ও নারগিস আক্তার, বিলকিছ আক্তার(২) ৩নং আসনে পারুল আক্তার, আমেনা আক্তার। সাধারন কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে- নজরুল ইসলাম, শাহ্ আলম, রহমত
উল্লাহ্ , আব্দুল কাদের, বিল্লাল হোসেন ২নং ওয়ার্ডে- মো. ইউছুফ আলী, মো. আব্দুল মালেক, মো. মহসিন রেজা, তাজুল ইসলাম, ৩নং ওয়ার্ডে- গাজী কামাল, মাহারুন আল মিলি, মো. ইউছুফ, শাহ্ ইমরান,ফারুক হোসেন, আবদুল সালাম, শাহজাহান, ৪নং ওয়ার্ডে- ফয়েজ আহমেদ , জাহাঙ্গীর আলম, কামরুজ্জামান, আবু ছাইদ সোহাগ , হেলাল গাজী, দুলাল মোল্লা, জামাল হোসেন, ৫নং ওয়ার্ডে- আব্দুল মান্নান, শাহজাহান, আমিনুল ইসলাম , মো. আজাদ, মকবুল হোসেন, ৬নং ওয়ার্ডে- শাহআলম, মির্জা গোলাম মোরর্শেদ, এরশাদ প্রধান ৭নং ওয়ার্ডে- কামাল হোসেন অন্তর, ইয়াছিন সম্রাট, সেন্টু মজুমদার , হুমায়ুন কবির , ৮নং ওয়ার্ডে – মো. আব্দুল মমিন, মাসুদ আলম, শরীফ আহম্মেদ, আবুল খায়ের ৯নং ওয়ার্ডে- জাহাঙ্গীর আলম, হেদায়েত উল্লাহ্ মুন্সী, আমিনুল হক , মোস্তাফা কামাল, আবুল খায়ের ও হারুন মিয়া।
উল্লেখ্য যে, ৪র্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি কচুয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
Leave a Reply