কচুয়া অফিসঃ কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পদুয়ার বিশ্বরোড সংলগ্ন মিস্ত্রী পুকুরপাড় এলাকায় ট্রাক চাপায় এসআই লিংকন নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। নিহত পুলিশ কর্মকর্তা বাড়ি চট্রগ্রামের রাজন থানার নোয়াপাড়া এলাকায়। সে চাঁদপুরের কচুয়া থানার এ এসআই । সড়কটির কাজ শেষ হওয়ার পূর্বেই কর্তৃপক্ষ যান চলাচলের জন্য নতুন ঢালাই কৃত সড়কটির একাংশে গাড়ি চলাচলের জন্য খুলে দেয়ায় ডাবল ক্রসিং এর ফলে এ দূর্ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা।
জানা যায়,পুলিশ কর্মকর্তা লিংকন নিজ বাড়ি থেকে আজ বুধাবার (১৩নভেম্বর) মোটরসাইকেল যোগে কর্মস্থল কচুয়া থানায় যাওয়ার পথে ঘটনার স্থানে আসলে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। খবর পেয়ে ট্রাফিক ইন্সিপেক্টর মুরাদ ও লালমাই হাইওয়ে ফাড়ি পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তার অকাল মৃত্যুতে কচুয়ায় সর্বস্তরের মানুষের মধ্যে এক শোকেরছায়া নেমে আসে।
Leave a Reply