মফিজুল ইসলাম বাবুল: কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন আওয়ামীলীগের ত্রী-বার্ষিক সম্মেলন আগামী ১৫নভেম্বর হইতে ২৭নভেম্বর পর্যন্ত প্রতিটি ইউনিয়নে নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে সোমবার (১২নভেম্বর) কচুয়া আওয়ামীলীগ কার্যালয় থেকে সভাপতি ও সাধারন সম্পাদক পদে দলীয় প্রার্থীরা উৎসব মুখোরে আবেদনপত্র সংগ্রহ করেছে।

এ রিপোর্ট লেখা এবং রাত ৯টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহের কাজ চলছে। দুপুরে এ প্রতিনিধির তথ্য সংগ্রহের মধ্যে যারা আবেদনপত্র সংগ্রহ করেছেন, তারা হলেন, গোহট দক্ষিন ইউনিয়নের সভাপতি পদে মোঃ শাহরিয়া শাহীন (চেয়ারম্যান) মোঃ শহীদুল ইসলাম (শাহীন), পূর্ন চন্দ্র ভৌমিক, সাধারন সম্পাদক পদে ইমাম হোসেন, মোঃ বাবুল গাজী, মোঃ মনির হোসেন, ৬নং উত্তর কচুয়া ইউনিয়নের সভাপতি পদে বর্তমান চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম (স্বপন), ২নং পাথৈর ইউনিয়নের সভাপতি পদে মোঃ শাহ আলম সিকদার, সাধারন সম্পাদক পদে মোঃ কামাল হোসেন মিয়াজী, গোহট উত্তর ইউনিয়নের সভাপতি পদে মোঃ আমিন উদ্দিন (চলমান), সাধারন সম্পাদক পদে মোঃ শাহজাহান প্রধান (চলমান), সোহাগ মিয়া, ১২নং আশরাফপুর ইউনিয়নের সাধারন সম্পাদক পদে তকদির হোসেন (মিহির), মোঃ মনির হোসেন ও ৩নং বিতারা ইউনিয়নের সাধারন সম্পাদক পদে মুক্তিযুদ্ধা ওয়ালী উল্লাহ সরকার প্রমূখ। উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মোঃ কবির হোসেন জানান, মঙ্গলবার (১৩নভেম্বর) আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ।
Leave a Reply