মফিজুল ইসলাম বাবুলঃ মরন ব্যধি করোনা ভাউরাস প্রতিরোধে চাঁদপুরের কচুয়া উপজেলা লকডাউন। বুধাবার (২৫ মার্চ) থেকে জনস্বার্থে সরকারের ঘোষনা বাস্তবায়ন করতে সকাল থেকে প্রশাসনের ব্যাপক তৎপরতায় হাট-বাজারের দোকানপাট বন্ধ।
মানুষের চলাচল একেবারেই সিমিত। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেনা। যানবাহনও সিমিত চলাচল করছে। হাট-বাজার গুলোতে সরকারের নির্দেশনা মোতাবেক ঔষুধ, কাছা-মালামাল ও নিত্যপণ্যের দোকানপাট খোলা রয়েছে।
Leave a Reply