মফিজুল ইসলাম বাবুলঃ কচুয়া উপজেলা সনাতন ধর্মীয় সম্প্রদায়ের বর্ণাঢ্য আয়োজনে শুক্রবার (২৩ আগস্ট) শুভ জম্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে কড়ইয়া হরি মন্দির প্রাঙ্গনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা জম্মাষ্টমী পরিষদের সভাপতি তপেশ পোদ্দারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মানিক মজুমদার সোহাগের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির।
বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ,সহকারী কমিশনার (ভূমি) রুমন দে ও কচুয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহজাহান কামাল। অন্যান্যদের মধ্যে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রানধন দেব,সাধারন সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, পূজা উদযাপন পরিষদের সভাপতি ফনিভূষন মজুমদার, সাধারন সম্পাদক বিকাশ সাহা, উপদেষ্টা সন্তোষ চন্দ্র সেন,সাবেক জম্মাষ্টমী পরিষদের সভাপতি অজিত কুমার কর ও বিশিষ্ট মুক্তিযুদ্ধা মোঃ আনোয়ার হোসেন সিকদার প্রমূখ।
আলোচনা সভার পূর্বে ব্যাপক জাঁকজমক পূর্ণে কচুয়া বঙ্গবন্ধু সরকারী ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে জম্মাষ্টমীর বিশাল একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের উদ্বোধনের মধ্যে বের করা হয়।
শোভাযাত্রাটি কচুয়া পৌর সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে ওই আলোচনা সভায় মিলিত হয়।
Leave a Reply