মফিজুল ইসলাম বাবুলঃ কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জম্ম বার্ষিকী উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ”র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা ও থানা অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লাহ (অলি)।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুবিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভূঁইয়া প্রমূখ।
আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতার প্রথমস্থানের অধিকারীকে ২০ হাজার দ্বিতীয় স্থানকে ১০ হাজার ও তৃতীয় স্থানকে ৫ হাজারসহ মোট ১০ জনকে ৪৯ হাজার টাকার প্রাইজ বন্ড বিতরণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা ক্রীড়া সংগঠনের সাধারন সম্পাদক বাবু সন্তোষ চন্দ্র সেন।
Leave a Reply