মফিজুল ইসলাম বাবুলঃ কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬নভেম্বর) বিকালে সাচার ডিগ্রী কলেজ মিলনায়তে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শহীদ দর্জি, কামরুন্নাহার ভূইঁয়া, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম খোকা ও স্বাস্থ বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল খালেকসহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় গোপন ব্যালটের ভিত্তিতে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্বাচন। নির্বাচন পরিচালনা করেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ। তাদের সহযোগীতা করেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুলাল প্রধান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার, সহ-দপ্তর সম্পাদক কবির হোসেন ও কোষাধ্যক্ষ নাজমুল হক মজুমদার মিঠু প্রমূখ।
নির্বাচনে ২৫১জন কাউন্সিলদের মধ্যে ২২৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে মোঃ আলাউদ্দিন (লিটন) ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাহাত চৌধুরী মামুন পেয়েছেন ৯৭ ভোট,বাতিল হয়েছে ১ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ ফারুকুল ইসলাম (ফারুক) ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল হোসেন মিয়াজী পেয়েছেন ৯২ ভোট, মোস্তফা কামাল সেলিম পেয়েছেন ৩৭ ভোট।
Leave a Reply