মফিজুল ইসলাম বাবুলঃ চাঁদপুরের কচুয়া উপজেলার নূরপুর সমাজ কল্যান ফাউন্ডেশনের উদ্যােগে বিনামুল্যে ১’শ কৃষকদের মাঝে সবজির বীজ বিতরন করা হয়েছে। যার মধ্যে রয়েছে লাউ, শশা ও মিষ্টি কুমড়া সহ সকল প্রকার সবজির বীজ।
এ উপলক্ষে সোমবার বিকেলে নূরপুর সমাজ কল্যান ফাউন্ডেশন কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রোখে এক উদ্বোধনীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফাউন্ডেশনের সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইছহাক খন্দকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা কৃষি অফিসার মোঃ সোফায়েল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নূরপুর সমাজ কল্যান ফাউন্ডেশন কৃষি উন্নয়ন কার্যক্রমে আজ যে, ভূমিকা রেখেছে অন্যকোন সামাজিক সংগঠন তা করতে দেখিনি। আমার বিশ্বাস অন্যরাও কৃষি উন্নয়নে এগিয়ে আসবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলম লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন-উপসহকারী কৃষি কর্মকর্তা শিবু লাল সাহা, ফরহাদ হোসেন, শাহদাৎ হোসেন (রিপন), উক্ত সমাজ কল্যান ফাউন্ডেশনের সহ-সভাপতি নূরে আলম মুন্সি, সাংগঠনিক সম্পাদক মীর কবির হোসেন, অর্থ সম্পাদক জোবায়ের হোসেন সহ আরো অনেকে। সভা শেষে কৃষকদের মাঝে বীজ এবং উপজেলা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে ১’শ বৃক্ষ রোপনের চারা বিতরন করা হয়।
Leave a Reply