মফিজুল ইসলাম বাবুলঃ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় জীবনের ঝুকি নিয়ে দিন কাটাচ্ছেন কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের দরিদ্র অধিবাসী অহিদুল ইসলাম। তিনি বাড়ি সংলগ্ন নোয়াগাঁও নামক সড়ক পাশে চাঁদপুর জেলাপরিষদ মালিকানাধীন একটু দোকান ভিটার বন্দবস্ত (লীজ) এনে ছোট একটি ঘর উত্তোলন মধ্যে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহের সংগ্রাম চালিয়ে আসছে। আর এই দোকান ঘরের সামনেই বহু বছরের পুরোনো একটি বৃক্ষ মরে জরাজির্ন হয়ে রয়েছে। যে কোনো মুহুর্তে বৃক্ষটি ভেঙ্গে টিনের চাউনি দোকান ঘরটি বিনষ্ট হওয়াসহ ঝুঁকিপূর্ণে দিন কাটাচ্ছে দরিদ্র অহিদুল” ইসলাম।
দোকানদার এ প্রতিনিধিকে বলেন, আইনের প্রতি শ্রদ্ধা থাকায় বৃক্ষটি কেটে সরাতে সাহস পাচ্ছিনা, পত্রিকায় লিখে একটু ব্যবস্থা করার জন্য দাবী জানান।
“এ ব্যপারে কচুয়া ১৫নং ওযার্ড জেলাপরিষদের সম্মানিত সদস্য মোঃ সালাউদ্দিন ভূঁইয়াকে বিষয়টি অবগত করলে তিনি জানান, আমি সরজমিনে যাবো এবং দেখে ব্যবস্থা নেবো।
Leave a Reply