মফিজুল ইসলাম বাবুলঃ চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর দক্ষিন বাজারের পনশাহী সড়ক সংলগ্ন শাপলা কিন্ডার গার্টেনের সমাপনি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বুধবার (১৩নভেম্বর) সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ জাকির হোসন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক আলহাজ্ব তৌহিদুল ইসলাম খোকা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের পরিচালক মোঃ জহিরুল ইসলাম, শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজর অধ্যাপক মোঃ সেলিম পাটোয়রী, হুমায়ন কবির, শফিউল আলম, ছবির হোসেন, অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন-ফাতেমা বেগম ও বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- চতুর্থ শ্রেনীর ছাত্রী নওরিন ইসলাম মুনিয়া প্রমুখ। আলোচনা শেষে মিলাদ পরিচালনা করেন-মাওঃ মফিজুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন- সহকারী শিক্ষক আসমা আক্তার।
Leave a Reply