নিজস্ব প্রতিবেদকঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -২(মতলব উত্তর-মতলব দক্ষিন) আসনে জাতীয় পার্টির মনোনয়ন লাভের জন্য আশাবাদী আলহাজ্জ্ব এমরান হোসেন মিয়া। তিনি ইতিমধ্যে দলীয় মনোনয়নের জন্য সাক্ষাৎকার প্রদান করেছেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন তিনি।
২১ নভেম্বর রাজধানীর ইমানুয়েল কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির সংসদীয় মনোনয়ন বোর্ডে তিনি সাক্ষাৎকার প্রদান করেন। মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্জ্ব হুসেইন মুহম্মদ এরশাদ।
সাক্ষাৎকার শেষে এমরান হোসেন মিয়া বলেন, গত দশম জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দেয়া হয়েছিল, পার্টির মাননীয় চেয়ারম্যানের নির্দেশে আমি মনোনয়ন প্রত্যাহার করি, পার্টী ও পার্টীর চেয়ারম্যানের অনুগত হিসাবে আমি এবারও মনোনয়ন পাব বলে আশাবাদী।
তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির নিজস্ব ভোট ব্যাংক রয়েছে এবং আমি দীর্ঘদিন মাঠের দলীয় কর্মকান্ডে সক্রিয় রয়েছি। আমাকে মনোনয়ন দিলে আমি এ আসনটি জাতীয় পার্টিকে উপহার দিতে পারব বলে আশারাখি।
Leave a Reply