মোল্লা হাবিবুর রহমানঃ পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা.) উদযাপন উপলক্ষ্যে ইমামুত্ব ত্বরীকত আল্লামা শায়খ সায়্যিদ মুহাম্মদ বোরহানুদ্দীন উয়েসী (রা.) ও আল্লামা শায়খ সায়্যিদ ড. মানযূর আহমাদ আল-আহমাদী উয়েসী রিয়ফায়ী (রা.) স্মরণে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি আল উয়েসীয়া কামিল মাদরাসার দাখিল-১৯৯৭ ব্যাচের আয়োজনে উয়েসীয়ান-’৯৭ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষ্যে আনন্দ র্যালী, কোরআন তেলোয়াত, হামদ-নাত ও ইমামুত্ব ত্বরীকত আল্লামা শায়খ সায়্যিদ মুহাম্মদ বোরহানুদ্দীন উয়েসী (রা.) এর জীবনাদর্শ নিয়ে রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত, বিজয়ীদের পুরস্কার প্রদান ও এতিমদের জন্য মধ্যহ্নভোজের আয়োজন করা হয়।
শনিবার উয়েসীয়া শরীফে ফরাজীকান্দি আল উয়েসীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা আতাউল করীম মুজাহিদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পীরজাদা আল্লামা শায়খ সায়্যিদ মাসুদ আহমাদ বোরহানী আল-আহমাদী উয়েসী রিফায়ী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আল্লামা রফিকুল ইসলাম আদীব হুজুর। বক্তব্য রাখেন- উয়েসীয়ান মো. জসিম উদ্দিন প্রধান, আবদুল বাতেন, মো. নজরুল ইসলাম।
প্রধান অতিথি পীরজাদা আল্লামা শায়খ সায়্যিদ মাসুদ আহমাদ বোরহানী আল-আহমাদী উয়েসী রিফায়ী বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমেই একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করা সম্ভব। তার অনুপম শিক্ষা ও আদর্শই কেবল মানবতার মুক্তি দিতে পারে। তার প্রচারিত দ্বীন ইসলাম সর্বকালের সব মানুষের মুক্তির একমাত্র পাথেয়।
উয়েসীয়ানদের ঐক্যবদ্ধ হয়ে সুন্নীয়াত প্রচার ও প্রসার করার আহ্বান জানান তিনি।
উয়েসীয়ানদের ঐক্যবদ্ধ হয়ে সুন্নীয়াত প্রচার ও প্রসার করার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, ফরাজীকান্দি মাদরসার বার্ষিক ওয়াজ মাহফিল সম্ভাব্য আগামী ২৫,২৬,২৭ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। তাই প্রত্যেক উয়েসীয়ানদেরকে ওয়াজ মাহফিলে উপস্থিত থাকার জন্য আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন- মোহাম্মদ সাহিদুল ইসলাম, মো. মাহবুবুর রহমান, মো. মজিবুর রহমান, মো. বাহাউদ্দিন, মো. মনির হোসেন, মো. মাজাহারুল ইসলাম, নূর মোহাম্মদ, মো. আবুল কালাম, মো. মুর্শেদ আলম, মো. মনিরুল ইসলাম, মো. জাকারিয়া, মো. মাহাবুবুর রহমান, মো. শাহজালাল, মো. জাহিদুল ইসলাম, মো. আশরাফ হোসেন, মো. মহিউদ্দিন আকতার, মো, মিরাজ হোসেন, মো. হেলাল উদ্দিন, মো. জহিরুল আলম, মো. নাছির উদ্দিন, মো, মিজানুর রহমান, মো. শাহাজাহান, মো. মিজানুর রহমান, মো. সালাউদ্দিন, মো. দেলোয়ার হোসেন, মো. মাহামুদুল হাসান, মো. কামরুল শাদাত সোহেল, মো. মাকসুদুর রহমান, মো. এনামুল হক, মো. আ. আউয়াল, মো. কুদরত আলী, মো. শাহ আলম, মো. আলমগীর হোসেন, মো. আনোয়ার হোসেন, মো. আবু ইউসুফ, মো. আবু ইউসুফ, মো. জাকির হোসেন, মো. জিয়াউল হাসান, মো. সুমন, মো. আ. মান্নান, মোহাম্মদ ইসহাক, মুক্তার হোসেন, মো. আবু সাইদ, মো. হাবিবুর রহমান, হোসাইন আহমদ, মো. সিরাজুল ইসলাম, মো. আল ইয়াসিন, মো. মনির হোসেন, মো. জহিরুল ইসলাম, কাউসার আহমদ, মনির হোসেন, ছদরুল ইসলাম, মো. মামুন।
Leave a Reply