মতলব প্রতিনিধি: চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মোঃ মাহবুবুর রহমান সুমনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন মতলব প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। গত ২৩ মার্চ সন্ধ্যায় ইলশেপাড় চাঁদপুর কার্যালয়ে মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিনের নেতৃত্বে পত্রিকার প্রধান সম্পাদকের সাথে সৌজন্য সাক্ষাত করা হয়।
এসময় মতলব প্রেসক্লাবের সহ সভাপতি ইকবাল হোসেন, আকতার-উ-জামান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খানসহ দৈনিক চাঁদপুর প্রবাহ প্রতিনিধি সমির ভট্টাচার্য, দৈনিক ইলশেপাড় প্রতিনিধি মোঃ মাসুম সরকার, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি আশরাফুল জাহান শাওলিন, সাপ্তাহিক শপথ মতলব প্রতিনিধি মোঃ শরীফ পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।
পত্রিকার প্রধান সম্পাদক বলেন, বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ খবর হচ্ছে করোনা ভাইরাস। আতঙ্কিত না হয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতলব প্রেসক্লাবের সাংবাদিক ভাইরা তথ্যবহুল সংবাদ প্রকাশ করবে এটাই আমার বিশ্বাস। সেই সাথে তিনি মতলব প্রেসক্লাবের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।
Leave a Reply