ক্রীড়া প্রতিবেদকঃ প্রথম ইনিংসে বোলিং পাননি। ব্যাট হাতে ফেরেন শূন্য রানে। আর দ্বিতীয় ইনিংসেই জ্বলে উঠলেন মোহাম্মদ আশরাফুল। গতকাল বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) ইস্ট জোনের হয়ে বল হাতে ৪ উইকেট নেয়ার পর ব্যাটিংয়ে ২৪ রানে অপরাজিত থাকেন আশরাফুল। বিসিএলের এবারের আসরে এটাই তার প্রথম ম্যাচ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে তৃতীয় রাউন্ডের খেলায় ইস্ট জোনকে ৩২৬ রানের টার্গেট দেয় সেন্ট্রাল জোন। ৭১/২ সংগ্রহ নিয়ে তৃতীয় দিন পার করে পূর্বাঞ্চল। আশরাফুলের সঙ্গী মাহমুদুল হাসান (২৩*)।
জুনায়েদের সেঞ্চুরি, নাঈম ও জিয়াউরের আফসোস
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাউথ জোনের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৩ রানের লিড নেয় নর্থ জোন। বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চলের ৩২৯ রানের জবাবে গতকাল ৩৮২/৭ সংগ্রহ নিয়ে তৃতীয় দিন শেষ করে উত্তরাঞ্চল। নর্থ জোন ইনিংসে সেঞ্চুরি পেতে পারতেন তিনজন। ওপেনার জুনায়েদ সিদ্দিকের সেঞ্চুরির দিনে আক্ষেপে পুড়েন নাঈম ইসলাম ও জিয়াউর রহমান। নাঈম ৮৩ ও সাত নম্বরে নেমে ৯০ রানের ইনিংস খেলেন জিয়াউর। অর্ধশতক করেন ধীমান ঘোষ (৫১)। গতকাল ১৩৬/২ সংগ্রহ নিয়ে ব্যাটিং শুরু করে নর্থ জোন। দলীয় ১৭২ রানের মাথায় নাঈমের বিদায়ে তৃতীয় উইকেটের পতন ঘটে। কামরুল ইসলাম রাব্বির বলে নাহিদুল ইসলামের ক্যাচবন্দি হন নাঈম। অন্য প্রান্তে প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৬তম সেঞ্চুরি পূরণ করেন জুনায়েদ। দলীয় ১০ রানে দুই উইকেট হারানোর পর ১৬২ রানের জুটি গড়েন দুজন। ৩০৭ বলে ১১২ রান করে অফস্পিনার নাহিদুলের বলে বোল্ড হন জুনায়েদ। তার বিদায়ে দলীয় ২১৮ রানে পঞ্চম উইকেট হারায় উত্তরাঞ্চল। এরপর ষষ্ঠ উইকেটে ১১৭ রানের জুটি গড়েন ধীমান ও জিয়াউর। দুজনকেই ফেরান দক্ষিণাঞ্চল অধিনায়ক আব্দুর রাজ্জাক। সানজামুল ইসলাম ১৬ ও সোহাগ গাজী ৫ রানে অপরাজিত থাকেন। তিন উইকেট নেন রাজ্জাক। একটি করে পান রাব্বি, দেলোয়াড় হোসেন, মেহেদী হাসান ও নাহিদুল।
সংক্ষিপ্ত স্কোর
সেন্ট্রাল জোন-ইস্ট জোন
টস: ইস্ট জোন (ফিল্ডিং)
সেন্ট্রাল জোন: ১১৮ ও ৩৯৩
ইস্ট জোন: ১৮৬ ও ২৩ ওভারে ৭১/২
সাউথ জোন-নর্থ জোন
নর্থ জোন (ফিল্ডিং)
সাউথ জোন: ৩২৯
নর্থ জোন: ১৬৩ ওভারে ৩৮২/৭
Leave a Reply