আমি মানে
ভর দুপুরের খরতাপ
আমি মানে
অমানিশার অন্ধকার
আমি মানে
বিষাক্ত সাপের ছোবল
আমি মানে
রাত বিহনে হাত বদলাই
আমি মানে
জগতের হিংস্র প্রানী
আমি মানে
ভয়ংকর ঘুর্নিঝড়
আমি মানে
স্রোতস্বীনি মোহনা
আমি মানে
কল্পনার বিষন্ন জগৎ
আমি মানে
অভিশপ্ত স্ফুলিঙ্গ
আমি মানে
অন্যায়কারীর দলনেতা
আমি মানে
হাজারে গোলাপের কাটা
আমি মানে
মাটির নীচে দুঃখবিলাস
আমি মানে
পৃথিবীর দুঃখময় জীবন
আমি মানে
ভালোবাসার নামে ছলনা
আমি মানে
অন্যের উপর ভর করে চলা
আমি মানে
কবিতার বইয়ের ছেঁড়া পাতা
আমি মানে
ঘুমন্ত শিহরনের বালিশ
আমি মানে
অভিনয়ের পংতিমালা
আমি মানে
দৃষ্টিহীন দুষ্টু মানুষ
আমি মানে
তোমার কাছে অমানুষ
আমি মানি
একটু ভালোবাসার পাগল
আমি মানে
এক কথার মানুষ
আমি মানে
অপুর্ন স্বপ্নলোক
আমি মানি
অগ্নিগীরির অগ্নীদাহ
আমি মানে
যোগ্যহীন তোমার প্রেমময়
আমি মানে
নাটকের সংলাম
এবং আমি মানে
আমার মতো, আমার মতো।
Leave a Reply