ক্রীড়া প্রতিবেদকঃ চার নারী ফুটবলে উন্নতির জন্য বড় পদক্ষেপ নিয়ে ক্রীড়াবিশ্বকে চমকে দিয়েছিল আফগানিস্তান। ছেলেদের পাশাপাশি নারীদের ফুটবল লীগ চালু করেছিল আফগান ফুটবল ফেডারেশন (এএফএফ)। কিন্তু এবারের খবরটি আতঙ্কজনক। নারী ফুটবলারদের ওপর যৌন হয়রানির অভিযোগ উঠেছে আফগানিস্তানের ফুটবল কর্মকর্তাদের বিরুদ্ধে। গত শনিবার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, তারা গুরুত্ব দিয়ে এ অভিযোগ খতিয়ে দেখছে। আফগানিস্তান ফুটবল ফেডারেশনের কয়েকজন কর্মকর্তা, এমনকি সভাপতি কেরামউদ্দিন করিমের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন শীর্ষ নারী ফুটবলার শবনম মোবারেজ, মিনা আহমেদিরা। সাবেক খেলোয়াড় খালিদা পোপাল ও দলের সাবেক কোচ যুক্তরাষ্ট্রের কেলি লিন্ডসেও এএফএফের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। শনিবার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয় পর্যবেক্ষণ করা হচ্ছে।
Leave a Reply