মফিজুল ইসলাম বাবুলঃ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপিকে গত ২৭সেপ্টেম্বর কচুয়ার সু-যোগ্য কৃতিসন্তান জাপান আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জসিম উদ্দিন বাংলাদেশে এসে ফুলেল সুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এ ৭/৮ দিন থেকে কচুয়ার জনগনের সুখ দুঃখের খোজ-খবর এবং সমাজসেবায় নিজেকে ব্যস্ততা রেখে ব্যাপক জনপ্রিয়তা অর্জনের মধ্যে কিছুক্ষন পর ৯অক্টোবর রাত ২টা ০৫মিঃ সময়ে তিনি ঢাকা শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে জাপানের উদ্দেশ্যে চলে যাবেন। অনেকেই মতামত প্রকাশ করেছেন, কচুয়ার মানুষের প্রতি সু-হৃদয় থাকলে তিনি জাপান থেকেও এ সমাজসেবায় নিজেকে উৎসর্গ রাখতে পারবেন।
জসিম উদ্দিনের একান্ত সহকারী বিশিষ্ট লেখক-সাংবাদিক মোঃ মহসিন হোসাইন জানান, তিনি এ ৭/৮ দিনে কচুয়া প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন, অসহায় মানুষদের এবং মসজিদ মাদ্রাসায় প্রায় ১০/১২লক্ষ টাকা অনুদানের মধ্যে সহযোগিতা করেছেন। তার এ সমাজসেবা অব্যাহত রাখার জন্য প্রত্যাশা করছে কচুয়ার শান্তিপ্রিয় জনগন। ৭অক্টোবর রাতে জসিম উদ্দিনের ঢাকার বাসভবনে এ প্রতিনিধি তাকে বিদায়ী ফুলেল সুবেচ্ছা ও অভিনন্দন জানান।
Leave a Reply