-
- ফরিদগঞ্জ
- ফরিদগঞ্জে ইটভাটায় ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড
- Update Time : জানুয়ারি, ২৪, ২০২১, ১২:৫৫ অপরাহ্ণ
- 76 View
মো. নাছির উদ্দীন : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লেয়ারদের নিলাম এ বছরের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। শুক্রবার সংবাদ সংস্থা পিটিআইকে এই খবর জানিয়েছেন বিসিসিআই৷ আগামী ১৮ ফেব্রুয়ারি নিলাম হলেও ভ্যেনু এখনো ঠিক হয়নি৷ এদিকে বিসিসিআই জানিয়েছে এখনো পর্যন্ত তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি যে সেটা দেশে হবে না বিদেশের মাটিতে৷ তবে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জোর দিয়েছেন মিলিয়ন ডলার এই টুর্নামেন্ট হবে দেশের মাটিতেই৷
২০২০ তে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের জেরে সেপ্টেম্বর-নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত হয়েছিল আইপিএলের ১৩তম আসর।ইংল্যান্ডের বিপক্ষে ভারতের মাটিতে সিরিজ কী ভাবে আয়োজন হবে তার ওপর অনেকটা নির্ভর করছে আইপিএলের ভাগ্য৷ এই সিরিজ সফলভাবে হলে তবে আইপিএল দেশের মাটিতে হওয়ার সম্ভবনা উজ্জ্বল হবে৷
প্লেয়ার রিটেনশনের শেষ দিন ছিল গত ২০ জানুয়ারি ৷ ট্রেডিং উইন্ডো বন্ধ হবে ৪ ফেব্রুয়ারিতে৷ সেরা অজি প্লেয়ার স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলকে রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পঞ্জাবের থেকে রিলিজ করে দেওয়া হয়েছে৷ ডেডলাইনের শেষ দিনে এটা হয়েছে৷
Leave a Reply