শামসুজ্জামান ডলারঃ অমর একুশে গ্রন্থমেলায় কবি শুভাশীস ঘোষের কাব্যগ্রন্থ ‘এ কেমন হোলি খেলা’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় অমর একুশে গ্রন্থমেলার (বাংলা একাডেমি প্রাঙ্গন) মোড়ক উন্মোচন মঞ্চে কবি শুভাশিস ঘোষের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘এ কেমন হোলি খেলা’ এর মোড়ক ও পাঠ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক, গবেষক ও কবি, যুগ্ম-সচিব, কৃষি মন্ত্রণালয় ও সাবেক জেলা প্রশাসক, ড. মো. আমিনুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগের উপ-সচিব মনিরুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মঈনুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়েরর পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাকির হোসাইন, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলিমা আফরোজ এবং কবিপত্নি মানসী দাস।
কাব্যগ্রন্থটির পাঠ উন্মোচন করেন ধানমন্ডি সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল আলম এবং অনুষ্ঠানটির সঞ্চালনা করেন
লেখক ও এমফিল গবেষক নজরুল ইসলাম নজরুল ইসলিম রাসেল।
Leave a Reply